জেনে নিন বাংলা মাসের নামকরণ কিভাবে হয়েছে

বাংলা মাসের নাম
বাংলা মাস
বাংলা সাতটি বারের নাম আমরা সকলেই জানি,
সাতটি গ্রহের নামে নামকরণ করা রবি, সোম/চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এবং শনিবার,
এই ধারণা মোটামুটি সবারই জানা আছে,
কিন্তু বাংলা মাসের নামকরণ কিসের থেকে হয়েছে তা সবার জানা দরকার, এই নাম করন হয়েছিল রাশিচক্র থেকে যে বারটি রাশির কথা বলা হয়েছে, সে গুলি বেষ্টন করে ২৭ টি নক্ষত্রপুঞ্জ রয়েছে। ৩৬০ ডিগ্রিতে যদি ২৭ টি নক্ষত্র থাকে তবে এক একটি নক্ষত্রের ব্যপ্তি ১৩ ডিগ্রি ২০ মিনিট করে অর্থাৎ মেষরাশির শুরু থেকে ১৩ ডিগ্রি ২০ মিনিট অন্তর পর পর একটি করে নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলির নাম ও সংখ্যা হ'ল - অশ্বিনী (১); ভরণী (২); কৃত্তিকা (৩); রোহিণী (৪); মৃগশিরা (৫); আর্দ্রা (৬); পুনর্বসু (৭); পুষ্যা (৮); অশ্লেষা (৯); মঘা (১০); পূর্বফাল্গুনী (১১); উত্তরফাল্গুনী (১২); হস্তা (১৩); চিত্রা (১৪); স্বাতী (১৫); বিশাখা (১৬); অনুরাধা (১৭); জ্যেষ্ঠা (১৮); মূলা (১৯); পূর্বাষাঢ়া (২০); উত্তরাষাঢ়া (২১); শ্রবণা (২২); ধনিষ্ঠা (২৩); শতভিষা (২৪); পূর্ব্বভাদ্রপদ (২৫); উত্তরভাদ্রপদ (২৬); রেবতী (২৭)।
এই নক্ষত্রের মধ্যে পূর্ণিমার সময়ে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করত সেই নক্ষত্রের নাম অনুসারে মাসের নামকরণ করা হয়েছে |

অন্যান্য - জ্যোতিষ শাস্ত্র কি  

যেমন সূর্য মেষাদি বিন্দু অতিক্রম করে বছরের প্রথম পূর্ণিমার চন্দ্র বিশাখা নক্ষত্রে অবস্থান করত এইভাবে যথাক্রমে,
বিশাখা =বৈশাখ
জ্যেষ্ঠা=জৈষ্ঠ
পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়া =আষাঢ়
শ্রবণা =শ্রাবন
পূর্বভাদ্রপদ ও উত্তরভাদ্রপদ = ভাদ্র
অশ্বিনী=আশ্বিন
কৃত্তিকা=কার্তিক
আদ্রা= অগ্রহায়ন
পুষ্যা=পৌষ
মঘা=মাঘ
পুর্বফল্গুনী ও উত্তরফল্গুনী= ফাল্গুন
চিত্রা=চৈত্র
কিন্তু বর্তমানে অয়নচলনের কারনে নক্ষত্র অবস্থান পরিবর্তন হয়েছে |

এই পোষ্ট যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন অন্যদের জানানোর জন্যে
(Astrologer Prodyut Acharya
Mobile :-9333122768)

মন্তব্যসমূহ

  1. কিন্তু কে মাসগুলোর নামকরণ করেছেন সেটার উল্লেখ এখানে নেই। উনার নাম দিলে সবাই উপকৃত হবে আশা রাখি

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মকর লগ্নের মানুষের স্বভাব, চরিত্র, প্রকৃতি ও বৈশিষ্ট্য

ধনু লগ্নের মানুষের স্বভাব, চরিত্র, প্রকৃতি ও বৈশিষ্ট

সিংহ লগ্নের মানুষের স্বভাব, চরিত্র, প্রকৃতি ও বৈশিষ্ট্য